মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সাবেক এমপি 

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মাটিরাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সাবেক এমপি 

হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মহাষ্টমীতে গত শুক্রবার সন্ধ্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা পৌঁছে দেন প্রধান অতিথি  খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া। 

এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথী। মন্দিরে পৌঁছলে পূজা উদ্যাপন কমিটির সভাপতি/সম্পাদক ও পূজারিরা প্রধান অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।

এতে জেলা বিএনপির সহ-সভাপতি মো. নাছির আহাম্মদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবদুল মালেক মিন্টু, মাটিরাঙ্গা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি/সম্পাদক বিএনপির অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভুইয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় পূজামণ্ডপ ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় বিএনপি ও সকল সহযোগি সংগঠন দেশ ব্যাপী কাজ করছে বলে জানান তিনি। মাটিরাঙ্গাতে ৯টি মণ্ডপে দুর্গোৎসব চলছে। 

টিএইচ